প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্যখাতে সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজমানের সাথে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
প্রেস সচিব শফিকুল আলম জানান, মার্ক সুজমান এই অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং বাংলাদেশের স্বাস্থ্যখাতে তাদের সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহ প্রকাশ করেছেন। গেটস ফাউন্ডেশন বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে আর্থিক সহায়তা দিয়ে থাকে এবং ইতিমধ্যে বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন ও আইসিডিডিআরবির সঙ্গে যুক্ত রয়েছে। তাদের সহায়তা বৃদ্ধি বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।
এছাড়াও, প্রধান উপদেষ্টা বাংলাদেশে সামাজিক ব্যবসা সম্প্রসারণেরও আহ্বান জানান। একই দিনে তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে অজয় বাঙ্গা অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপগুলোর প্রশংসা করেন এবং বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেন।