ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে মোট ৪০১ মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ।

 কক্সবাজার আবহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করে বলেন মৌসুমি বায়ুর প্রভাবে চলতি মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড । এই সমুদ্র নগরীতে গত বুধবার থেকে বৃষ্টি হচ্ছে এবং আরও দুইদিন বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।

এদিকে, অতিবৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারে পৃথক ঘটনায় তিনজন বাংলাদেশি, ও তিনজন রোহিঙ্গা মোট ছয়জনের মৃত্যু হয়েছে । কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে পাহাড়ের পাদদেশে থাকা ব্যক্তিদের সরিয়ে নেয়ার কাজ চলছে ।

এছাড়া, জেলার শতাধিক জনপদ পানিতে নিমজ্জিত হয়ে পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।