ছবি: সংগৃহীত

গতকাল শুক্রবার বোমা আতঙ্কে ভারতের ভিস্তারা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ তুরস্কের পূর্বাঞ্চলীয় এরজুরুম শহরে অবতরণ করে। তবে তল্লাশি শেষে উড়োজাহাজে কোনো বোমা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন এরজুরুম শহরের গভর্নর ।  

তুরস্কের কর্মকর্তারা বলেন,উড়োজাহাজটির একটি শৌচাগারে সেখানে বোমা রাখা আছে লেখা কাগজ পাওয়া গেছে, এমন অবস্থায় উড়োজাহাজের ২৩৪ জন যাত্রী ও ১৩ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নিয়ে দ্রুত একটি বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে গিয়ে তল্লাশি চালায় ।

ভিসতারার এক মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে নিরাপত্তাজনিত কারণে মুম্বাই থেকে ফ্রাঙ্কফুর্টগামী ইউকে২৭ ফ্লাইটটি ঘুরিয়ে দিয়ে এরজুরুমে অবতরণ করে ।

তুরস্কের এরজুরুম শহরের গভর্নর মুস্তফা সিফতসি বিমানবন্দরে উপস্থিত থাকা সাংবাদিকদের বলেন, ‘রাত সাড়ে ১১টা নাগাদ আমরা সব ধরনের তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত কার্যক্রম শেষ করেছি। আমরা যেসব কাজ করেছি, তাতে দেখা গেছে যে বোমা হামলার হুমকির তথ্যটি ভিত্তিহীন।’

তল্লাশি শেষ হওয়ার না পর্যন্ত পূর্ব সতর্কতা হিসেবে বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণসংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল । তল্লাশি শেষ হওয়ার পর আবারও কার্যক্রম শুরু হয়েছে ।