ছবি: সংগৃহীত

আল জাজিরার এক খবর থেকে জানা যায়, আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডি আর কঙ্গো) মাঙ্কিপক্স বা এমপক্সের টিকার প্রথম চালান হাতে পেয়েছে । এসব টিকা এমপক্সের প্রাদুর্ভাব রোধে সহায়তা করবে বলে আশা দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের ।

ইউরোপীয় ইউনিয়ন অনুদানে স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এমপক্সের টিকার প্রথম চালান নিয়ে ডি আর কঙ্গোর রাজধানী কিনশাসায় একটি উড়োজাহাজ অবতরণ করে ।

২০২৩ সালের জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ২৭ হাজার মানুষের এমপক্স শনাক্ত হয়েছে এবং ১ হাজার ১০০ জনের বেশি মারা গেছেন ।

এমপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত মাসে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা মুলাম্বা বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অনুমোদিত এ টিকা যেসব প্রদেশে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে সেখানে সবার আগে টিকা দেয়া হবে ।