বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামালের গুলশানে অবস্থিত ভবনের ১৪ ও ১৬ তলায় অভিযান চালিয়েছইল যৌথ বাহিনীর সঙ্গে দুদককেরও একটি দল । লোটাস কামালের অফিসে প্রচুর পরিমাণ অবৈধ টাকা ও স্বর্ণালঙ্কার আছে সন্দেহে ভবনটি ঘেরাও করেছিল শিক্ষার্থীরা
প্রায় দেড় ঘন্টা অভিযান শেষে দুদককের কর্মকর্তারা বলেন বেশ কয়েকটি ভল্ট পাওয়া গেছে কিন্তু ভল্টগুলুতে কোনো অবৈধ অর্থ বা মালামাল পাওয়া যায়নি । তবে সময়মতো অভিযান শুরু করলে বেশ কিছু অর্থ জব্দ করা সম্ভব হতো বলে শিক্ষার্থীদের অভিযোগ।