বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর ওয়ারীর কাপ্তানবাজার মুরগির আড়তের পাশের রাস্তা থেকে ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওয়ারী থানার উপ-পরিদর্শক প্রদূত কুমার এই বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মাথা থেতলানো রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
থানার উপ-পরিদর্শক জানান, ঘটনাস্থলের আশেপাশে থাকা মানুষদের জিজ্ঞাসাবাদে ওই যুবকের কোনো পরিচয় জানা যায়নি। তবে প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। কে বা কারা নির্মমভাবে ঐ যুবককে মাথায় আঘাত করে এখানে ফেলে গেছে সেটি এখনো অজানা । ময়না তদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে তদন্ত করে আর খুঁটিনাটি জানানো হবে ।