ফের বাড়লো বোতলজাত এলপিজির দাম । ১২ কেজির বোতলজাত এলপিজির দাম বেড়েছে এখন ৪৪ টাকা । যা আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে ।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে এই নতুন দাম নির্ধারণ করেন। খুচরা পর্যায়ে দাম বাড়িয়ে ১২ কেজি এলপিজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে ।
এর আগে, এলপিজি দাম আগস্ট ও জুলাই মাসেও বাড়ে। দীর্ঘদিনের ক্রেতার অভিযোগ বিইআরসি নির্ধারিত দামে বাজারে খুচরা পর্যায়ে এলপিজি কিনতে পারেন না । চেয়ারম্যান জানান এ বিষয়টির নিয়ে এবার তদারকি করবে কমিশন ।
গ্যাস, বিদ্যুৎ এর দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেয়ায় বিইআরসির কাছে আবারও আশাবাদী ও খুশি কমিশন। এবার কমিশনের আশা তারা স্বাধীনভাবে গণশুনানির মাধ্যমে মূল্য নির্ধারণ করতে পারবে । বিইআরসি পূর্ণাঙ্গ নতুন কমিশন গঠন হবে আগামী মাসে এরপর বিদ্যুৎ ও জ্বালানি দাম বিষয়টি সমন্বয়ের সিদ্ধান্ত হবে ।