সম্প্রতি আশুলিয়ায় ভ্যানে নিথর দেহের স্তূপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত কয়েকজন ব্যক্তির দেহের বলে জানা যায়, যদিও তাদের নাম পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে জনমনে প্রশ্নের উদ্রেক হয়। পরে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায় যে, এই ঘটনাটি আশুলিয়া থানা এলাকার সংলগ্ন স্থানে ঘটেছে। প্রতিষ্ঠানটি শুক্রবার (৩০ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত করেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানে কয়েকটি মৃতদেহ স্তূপ করে রাখা হয়েছে, এবং পুলিশ আরও একটি মৃতদেহ ভ্যানে তুলে দিচ্ছে। পরে মরদেহগুলো একটি পোস্টার দিয়ে ঢেকে দেওয়া হয়। সেই সময় আরও কয়েকজন পুলিশ সদস্যকে আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।

রিউমর স্ক্যানার জানিয়েছে, এই ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ঘটনা। ৫ আগস্ট বিকেলে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলের আশেপাশের দুটি স্থানীয় সূত্র জানায় যে, ভিডিওতে দেয়ালে যে পোস্টারটি দেখা গেছে, সেটি ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়ার। জানা গেছে, ৫ আগস্টের পরপরই সেই দেয়ালের পোস্টারগুলো সরিয়ে নতুন করে রং করা হয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাস থেকে সরকারি চাকরিতে কোটাপ্রথা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। এই অবস্থায় ১৫ জুলাই রাজধানী ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ একাধিকবার হামলা চালায়। একই সময়ে, শিক্ষার্থীদের আন্দোলন দমাতে পুলিশ গুলি চালায়।

পরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি চলাকালে ঢাকাসহ সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে শতাধিক নিহতের খবর পাওয়া যায়। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছে যায় যে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন এবং ভারত চলে যান। এরপর আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দেশত্যাগে তৎপর হন।

এরপর আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ায় এবং অপরাধীরা দেশ থেকে পালাতে না পারে সেজন্য কঠোর অবস্থান নেয়। দেশের বিভিন্ন স্থানে হত্যা, নির্যাতন, অনিয়ম ও দুর্নীতির ঘটনায় মামলা দায়ের করা হয়, এবং এসব মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ অনেকেই আসামি হন। ইতোমধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী ও এমপিকে এসব মামলায় গ্রেপ্তারও করা হয়েছে।

4o