বিএনপিতে কোনো অপকর্মকারীকে জায়গা দেওয়া হবে না বলে সতর্ক করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার রংপুর বিভাগের জেলা পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনায় তিনি এই সতর্কবার্তা দেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
সভায় তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি জনগণকে সাথে নিয়ে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তারেক রহমান আরও উল্লেখ করেন, বিএনপির নাম ব্যবহার করে কিছু অপকর্মকারী দেশকে অস্থিতিশীল করতে চাইছে, তবে বিএনপিতে তাদের কোনো জায়গা নেই।