শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এক প্রেস কনফারেন্সে স্বাস্থ্য উপকমিটির সদস্যরা জানান এ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন ১ হাজার ৫৮১ জন এবং আহত হয়েছেন ৩১ হাজারের বেশি।
এ সময় স্বাস্থ্য উপকমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন, প্রাথমিকভাবে এমআইএস-এর থেকে ডেটা সংগ্রহ করা হয়েছে এবং নিহতের সংখ্যা বাড়তে পারে ।
তিনি আরও জানান, আহতের সংখ্যা ৩১ হাজারেরও বেশি এবং তা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে বেশিরভাগই তরুণ, তবে তাদের সম্পূর্ণ তথ্য এখনও পাওয়া যায়নি।
স্বাস্থ্য উপকমিটির আরেক সদস্য ফরহাদ আলম ভূঁইয়া বলেন, নিহতদের সব তথ্য এখনো পাওয়া যায়নি, তবে সংগৃহীত ডেটাগুলো যাচাই করা হয়েছে।