ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ভাষণে ড. ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট ও এর মাধ্যমে বাংলাদেশে আসা যুগান্তকারী পরিবর্তনের বিষয়গুলো তুলে ধরবেন। এছাড়াও, তিনি কোন পরিস্থিতিতে সরকারের দায়িত্বভার নিয়েছেন, সেটিও ব্যাখ্যা করবেন।

ধারণা করা হচ্ছে, তার ভাষণে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় স্থান পাবে।