ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে লেচার কাউন্টি আদালত ভবনের ভেতরে বাগ্‌বিতণ্ডার পর ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক কেভিন মুলিন্স নামক বিচারককে গুলি করে হত্যার অভিযোগে কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টির শেরিফ মিকি স্টিনেসকে গ্রেপ্তার করা হয়েছে। ।

বিবৃতিতে আরও বলা হয়, স্টিনেসের বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে হত্যার (ফার্স্ট ডিগ্রি মার্ডার) একটি অভিযোগ এনে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছাড়াই শেরিফ মিকি স্টিনেসকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। বিচারককে গুলি করার পেছনে কোনো উদ্দেশ্য ছিল কি না, তা উল্লেখ করেনি পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্টাকির অ্যাটর্নি জেনারেল রাসেল কোলম্যান লিখেছেন, তাঁর কার্যালয় এ মামলাটি নিয়ে বিশেষ কৌঁসুলির সঙ্গে কাজ করছে এবং আমরা পুরোপুরি তদন্ত করব এবং ন্যায়বিচার চাইব।

হুইটসবার্গভিত্তিক সংবাদমাধ্যম দ্য মাউন্টেন ইগলের প্রতিবেদনে ঘটনার বর্ণনা দিয়ে বলা হয়, স্টিনেস প্রথমে ওই বিচারকের কার্যালয়ের অভ্যর্থনা কক্ষে গেলে তিনি আদালতের কর্মীদের বলেন যে বিচারক মুলিন্সের সঙ্গে তাঁর একান্তে কথা বলা প্রয়োজন। এরপর মুলিন্সের কার্যালয়ে স্টিনেস তাঁর সঙ্গে কথা বলতে গেলে দরজা বন্ধ করে দেওয়া হয়। পরে ভেতর থেকে গুলির শব্দ পাওয়া যায়। ঘটনার পর  হাত উঁচু করে হেঁটে বের হয়ে আসেন স্টিনেস এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।