ছবি: সংগৃহীত

গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে গাজায উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ২৫০ জনে। এছাড়া আরও ৯৫ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বহুদিন ধরে চলা লাগাতার এই হামলায়  ।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হলে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ২৫২ জনে পৌঁছেছে ।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় আরও অন্তত ৯৫ হাজার ৪৯৭ জন ব্যক্তিও আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে যার কারনে ধ্বংস হয়ে গেছে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন।