ছবি: সংগৃহীত

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ভাই হত্যার বিচার চেয়ে নওগাঁর মো. রিজওয়ানুল হাসান বাদী হয়ে আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যানে ৬ জনের লাশ পুড়িয়ে দেয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দুইটি অভিযোগ দায়ের করেন।

গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর ভ্যানে থাকা ৬ জনের লাশ পুড়িয়ে দেয়া হলে সামাজিক  যোগাযোগমাধ্যমে এর একটি ভিডিও ছড়িয়ে পড়ে আর সেই ভিডি থেকেই ২ জনকে শনাক্ত করতে পারে তাদের পরিবার ।

ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, কয়েকজনের নিথর দেহ পড়ে আছে একটি ভ্যানগাড়ি মধ্যে আর তার পাশ থেকে পুলিশ সদস্যরা আরও একটি মরদেহ সেই ভ্যান গাড়িতে তুলছেন ।  সেই মরদেহ ঢাকার জন্য রাস্তায় পড়ে থাকা ব্যানার ও ময়লা চাদর ব্যবহার করেছিলেন পুলিশ সদস্যরা । প্রত্যক্ষদর্শীদের দাবি পরে ওই মরদেহগুলো পুড়িয়ে ফেলা হয়েছে ।