৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও প্রভাবশালী নেতারা আড়ালে চলে যান, তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানও ছিলেন অনুপস্থিত।
শামীম ওসমান দেশে আছেন নাকি দেশ ছেড়ে গেছেন, তা নিয়ে নানা আলোচনা চলছিল। এর মধ্যেই তার খোঁজ মেলে দিল্লিতে। ৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে তাকে ভারতের দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে।
মাজারে জিয়ারত করতে যাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক পর্যটক বলেন, তিনি রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের ছবি তোলেন। তিনি বলেন, শামীম ওসমান তার পরিবারের সদস্যদের সঙ্গেও ছিলেন। প্রমাণ হিসেবে তিনি সেই ছবি রেখেছেন।
উল্লেখ্য, সর্বশেষ ৩ আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে শামীম ওসমানকে দেখা গিয়েছিল। সেখানে দলের গোপন মিটিংয়ে অংশ নেন তিনি। মিটিংয়ের পর আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় ৪ আগস্ট মাঠে থাকার। এরপর থেকে শামীম ওসমানকে আর জনসম্মুখে দেখা যায়নি। অবশেষে তার সন্ধান মিলল দিল্লিতে।