যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদন থেকে জানা যায়, গাজা যুদ্ধের কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে কোমল পানীয় দুই কোম্পানি ‘কোক-পেপসি’ বর্তমানে বয়কটের সম্মুখীন । এই দুই প্রতিষ্ঠান মিশর থেকে পাকিস্তানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে ।
মিসরে চলতি বছর কোকা কোলার ব্যবসা কমে তাদের লোকাল কোমল পানীয় ব্র্যান্ড ভিসেভেন, মধ্যপ্রাচ্য এবং আরও কিছু অঞ্চলের তুলনায় তিনগুণ বেশি ব্যবসা করেছে।
কোকা-কোলা থেকে আয়কৃত অর্থ গাজা যুদ্ধে ব্যবহার করা হয় না- এমন বিজ্ঞাপন বানিয়ে বাংলাদেশেও ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এতে বাজারেও প্রভাব পড়ায় বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।
কোকা-কোলা এইচবিসি–এর তথ্য অনুসারে মিসরে গত বছরের এই সময়ের হিসাবে বিক্রি বাড়লেও গত ২৮ জুন শেষ হওয়া ছয় মাসের হিসাবে মিসরে কোকের বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে । অন্যদিকে, কোম্পানি দুটি’র পাকিস্তানে-ও একই অবস্থা। সকল অনুষ্ঠানে এখন ব্যবহার হচ্ছে দেশীয় কোমল পানীয়।