শুক্রবার (৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার রাজ্যের কুলিম এলাকায় অভিযান চালিয়ে ২২২ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ ।
মালয়েশিয়ার কেদাহ রাজ্যে বিভিন্ন চাকরির নিয়োগকর্তা পরিবর্তনের কয়েকটি এজেন্সি থেকে তাদেরকে আটক করা হয়। । এসব এজেন্সিগুলো টাকার বিনিময়ে অবৈধভাবে বিভিন্ন চাকরির নিয়োগকর্তা পরিবর্তনের কাজ করে আসছিল ।
আটককৃতদের মধ্যে ২২২ জন বাংলাদেশি, ৫ জন চীনা ও একজন ভারতীয় মিলিয়ে মোট ২২৮ জনকে আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ ।
কেদাহ ইমিগ্রেশনের পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মাদ জেইন বলেন, এজেন্সিগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলো ব্যবহার করে একটি নির্দিষ্ট ফি দিয়ে বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তা পরিবর্তনের সেবা দিয়ে আসছিল । তিনি আরও বলেন, কর্মসংস্থান সংস্থা বেছে নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া সংস্থাটি মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধিত রয়েছে কি না তা নিশ্চিত করতে হবে।