ছবি: সংগৃহীত

গত ৪ আগস্ট ধানমন্ডির জিগাতলায় গুলিবিদ্ধ হয়ে মোতালেব নামে এক কিশোর নিহতের ঘটনায় সাবেক মন্ত্রী শাজাহান খানকে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করে যৌথবাহিনী ।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরের পুলিশ ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক মন্ত্রী শাজাহান খানকে ১০ দিনের রিমান্ডের জন্য সিএমএম আদালতে আবেদন করলে  শুনানি শেষে বিকেলে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন । 

ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলার ২৩ নম্বর আসামি শাজাহান খানসহ আওয়ামী লীগের বেশকয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়েছে । তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানও রয়েছেন ।