শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ওয়ার্কাস পার্টির কার্যালয়ে অনুষ্ঠি বিপ্লবী শ্রমিক সংহতির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্কাস পার্টির সভাপতি সাইফুল হক বলেন হাসিনা সরকার পতনের আন্দোলনে ছাত্রদের চেয়ে শ্রমজীবী ও জনতার সংখ্যা বেশি ছিলো এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের খবর রাখেনি । তিনি আরো বলেন সব সংস্কারের দায়িত্বও অন্তর্বতীকালীন সরকারের নয় ।
সংবিধান সংশোধনসহ দীর্ঘ মেয়াদী যে সংস্কারের প্রয়োজন তা নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিয়ে আগামী কয়েকমাসের মধ্যে বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ দিতে হবে বলে দাবি জানান সাইফুল হক ।
সাইফুল হক আরো জানান অনেকে সরকারের মেয়াদ নিয়ে আবেগ তাড়িত বক্তব্য দিচ্ছেন, এসব ফ্রিস্টাইল বক্তব্যে আন্দলিত না হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করার আহ্বান তার ।