ছবি: সংগৃহীত

সরকার দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমাল । ডিজেলের নতুন দাম লিটারে ১০৫.২৫ টাকা, পেট্রোলের ১২১ টাকা এবং অকটেনের ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের তুলনায় ডিজেলের দাম লিটারে ১.২৫ টাকা এবং পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা করে কমেছে।

প্রতি মাসে পৃথিবীর বাজারের দাম অনুযায়ী জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। এই নির্ধারণের নিয়ম অনুযায়ী, ডিজেল আর কেরোসিনের বর্তমান দাম ঠিক করা হয় | ১ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেলের এই নতুন দাম কার্যকর হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয় |