পশ্চিমের দেশগুলো থেকে পাওয়া ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমানটি ধ্বংস হয়ে গেছে । গত সোমবার যুদ্ধবিমানটি রাশিয়ার ক্রমানুসারে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে বিধ্বস্ত হয় ।

ইউক্রেনের সামরিক বাহিনী জানায় এই ঘটনায় বিমানের বৈমানিক ওলেকসি মেস নিহত হয়েছেন । এ মাসের প্রথম দিকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমানের একটি চালান এসে পৌঁছায়। প্রথমবারের মতো এই বিমানগুলোর মধ্যে একটি বিধ্বস্ত হল। ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে যে তাদের যুদ্ধবিমানটি শত্রুর ক্ষেপণাস্ত্রের আঘাতে নষ্ট হয়নি। বিমানের পাইলট ওলেকসি সোমবারের রাশিয়ার বড় হামলার সময় তিনটি ক্ষেপণাস্ত্র আর একটি ড্রোন ধ্বংস করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজের জীবনের বিনিময়ে ইউক্রেনের মানুষকে বাঁচিয়েছেন

গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন রাশিয়ান ড্রোন এবং ক্ষেপণাস্ত্রে আঘাত করার জন্য আমেরিকান এফ–১৬ যুদ্ধবিমান নিযুক্ত করা হয়েছিল। এ সপ্তাহে ইউক্রেন রাশিয়ায় অভ্যন্তরে আরও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছে ।

নেদারল্যান্ডসের প্রতিরক্ষা প্রধান অটো ইচেলশেইম নিশ্চিত করেন, তারা ইউক্রেনকে ২৪টি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করবে। এছাড়াও বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র দিয়ে ইউক্রেনের সামরিক শক্তি বৃদ্ধি করা হবে। আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার শর্তে, ইউক্রেন এই যুদ্ধবিমানগুলো ব্যবহার করে রাশিয়ার ভেতরে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারবে।

চলতি মাসের প্রথম দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেন, পশ্চিমাদের দেওয়া এফ-১৬ যুদ্ধবিমানের প্রথম চালান ইউক্রেনে এসে পৌঁছেছে। তিনি আরও জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া যেসব ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেগুলোকে ধ্বংস করতে এই এফ-১৬ বিমানগুলো ব্যবহার করা হয়েছে।