কালোটাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ | এই সিদ্ধান্ত নেয়া হয় বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সভার বৈঠকের |
সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্যটি জানান | পূর্বে, জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অনুমোদনকালে কালোটাকা সাদা করার একটি সুযোগ প্রদান করা হয়েছিল |
একই সাথে,বাতিল করার হয়েছে ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ | এই লক্ষ্যে, উপদেষ্টা পরিষদ “জাতির পিতা পরিবারের সদস্যদের নিরাপত্তা অধ্যাদেশ, 2024” খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে |
সভা শেষে জেনারেল কাউন্সেলের প্রেস অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় |